ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
Sharenews24

নেতিবাচক ভূমিকায় বড় মূলধনী তিন কোম্পানি

২০২৪ ডিসেম্বর ১৯ ১৬:৩৮:৫৬
নেতিবাচক ভূমিকায় বড় মূলধনী তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। উত্থান হলেও এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া দুই শতাধিক কোম্পানির শেয়ার দর কমেছে। কোম্পানিগুলো বাজারকে নেতিবাচক প্রবণতায় রাখতে খুব চেষ্টা করেছে। বাজারে উত্থান হলেও নেতিবাচক ভূমিকায় বড় মূলধনী তিন কোম্পানি।

কোম্পানি তিনটি হলো : ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং রূপালী ব্যাংক।

ইসলামী ব্যাংক : আগের কর্মদিবস ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর হয় ৪৭ টাকা ৬০ পয়সা। আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ০.৬৩ শতাংশ কমেছে। কোম্পানিটির মাধ্যমে শেয়ারবাজারে সূচক ২.০২ শতাংশ কমেছে।

ব্র্যাক ব্যাংক : আগের কর্মদিবস ব্র্যাক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর হয় ৪৮ টাকা ৩০ পয়সা। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ০.৮২ শতাংশ কমেছে। কোম্পানিটির মাধ্যমে শেয়ারবাজারে সূচক ১.৬০ শতাংশ কমেছে।

রূপাল ব্যাংক : আগের কর্মদিবস রূপালী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর হয় ২১ টাকা ৬০ পয়সা। আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ১.৮২ শতাংশ কমেছে। কোম্পানিটির মাধ্যমে শেয়ারবাজারে সূচক ০.৮২ শতাংশ কমেছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে