ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

ক্রাফটসম্যান ফুটওয়্যারের ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

২০২৪ ডিসেম্বর ৩১ ১৬:৪২:৪৪
ক্রাফটসম্যান ফুটওয়্যারের ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে এসএমই মার্কেটের কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

এজিএমে ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত পুলিশ কনভেনশন হলে বার্ষিক সাধারণ এজিএম অনুষ্ঠিত হয়।

সভায় ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেডের চেয়ারম্যান ডা. রেজিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম, পরিচালক রুমানা বেগম, সারা হোসেন, সাবরিনা জামান, মাহে আলম, ডা. মো. জহিরুল ইসলাম, ডা. মো. আবু সাইদ টিটু ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ফেরদৌস হোসেনসহ অন্যান্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৭২ পয়সা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে