ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৪ ডিসেম্বর ০৬ ১৫:১৬:৩৯
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০১-০৫ ডিসেম্বর) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে এনআরবি ব্যাংক। সপ্তাহজুড়ে ব্যাংকটির প্রতিদিন গড়ে ১৭ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৯৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.১৩ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৩ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমসের ৭ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৭ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা, আইসিবির ৬ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা, ইনট্রাকো রিফুয়েলিংয়ের ৬ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা, ড্রাগণ সোয়েটারের ৬ লাখ ৪৮ লাখ ৬০ হাজার টাকা, গ্রামীণফোনের ৬ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ৬ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে