ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনের বেড়াজাল থেকে উত্থানে শেয়ারবাজার

২০২৪ নভেম্বর ১১ ১৫:৩৮:২৯
পতনের বেড়াজাল থেকে উত্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : এনবিআর আর বিএসইসির দুই সিদ্ধান্তে মাত্র দুই কার্যদিবসে ভালোই বেড়েছিল শেয়ার দর। তাই মুনাফা তোলার চাপে শেষ তিন কর্মদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। তবে সেই পতনের বেড়াজাল থেকে উত্থানে ফিরেছে শেয়ারবাজার।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১১ নভেম্বর) শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর আর টাকার পরিমাণে লেনদেনও।

এদিন সূচকের উত্থানেই শুরু হয় শেয়ারবাজারের লেনদেন। সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত সূচক বেড়ে আবার নিচের দিকে নামতে থাকে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সূচক আবার উপরের দিকে উঠতে থাকে। এরপর একটানা উপরের দিকে উঠে শেষ পর্যন্ত বড় উত্থান হয় শেয়ারবাজারে।

তিন কর্মদিবস পর বাজারে বড় উত্থান হলেও বিনিয়োগকারীরা বাজারকে নিয়ে স্বস্তি পাচ্ছে না। বিনিয়োগকারীরা বলেছেন, এর আগে বহুবার আমরা বাজারকে কয়েকদিন টানা উত্থান হতে দেখেছি। কারসাজিকারীরা বাজারকে উত্থানে তুলে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদের আগ্রহী করে তোলে। এরপর বিনিয়োগকারীরা বাজারে উত্থান দেখে বিনিয়োগে ঝাপিয়ে পড়ে। কয়েকদিন যেতে না যেতেই আবার বাজারে পতন শুরু হয়ে যায়। এভাবে কারসাজিকারীরা বাজার থেকে মুনাফা তুলে বিনিয়োগকারীদের সর্বশান্ত করেছে বহুবার।

বাজার বিশ্লেষকরা বলছেন, যেহেতু হাসিনা সরকারের পতন হয়েছে। নতুন সরকার শেয়ারবাজার তথা দেশের অর্থনীতিকে উন্নতির দিকে নিয়ে যেতে কাজ করছেন। তাই আশা করা যায় শেয়ারবাজারও সামনের দিকে এগিয়ে যাবে। সেই এগিয়ে যাবার প্রাথমিক আলামত হিসেবে তিন কর্মদিবস যে পরিমাণ সূচক কমেছে, আজ একদিনেই তার তিন ভাগের দুই ভাগ সূচক বেড়েছে। এটা বাজার তথা বিনিয়োগকারীদের জন্য স্বস্তিদায়ক।

এর আগে গত ৪ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে মূলধনী মুনাফার ওপর কর হার কমানোর ঘোষণা দেয়। আর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিভিডেন্ড বিতরণ এবং উৎসে কর কর্তন সার্টিফিকেট ইস্যুকরণে নির্দেশ দেয়। এরপর ওই দিন দুপুরেই ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। পরের দিন মঙ্গলবারও বড় উত্থান হয়ে শেয়ারবাজার। দুই দিনের উত্থানের ফলে বেশ মুনাফা হয় বিনিয়োগকারীদের। এই মুনাফা তোলার কারণেই ফের টানা পতন হয় শেয়ারবাজারে। তবে আজ বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ১৯.৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৩.৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৫৯ কোটি ৬৬ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১৬ কোটি ৯০ লাখ টাকার বা ৩ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৮টির বা ৫০.১৩ শতাংশের, কমেছে ১৩৩টির বা ৩৩.৬৭ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৬৪টির বা ১৬.২০ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৩৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ৮৮টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৮৪২ পয়েন্টে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে