ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
Sharenews24

উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়

২০২৪ নভেম্বর ১১ ০৭:০৯:৪৭
উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

এর মধ্যে পুরোনো উপদেষ্টাদের কয়েকজনের দায়িত্ব রদবদল হয়েছে। কারো কারো দায়িত্ব বেড়েছে, আবার কারো কমেছে।

নতুন করে যুক্ত তিনজনের মধ্যে দুজন দায়িত্ব পেয়েছেন। একজনকে এখনো কোনো মন্ত্রণালয় দেয়া হয়নি।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের পরপর মন্ত্রিপরিষদ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুনদের মধ্যে মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। এতদিন অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সালেহউদ্দিন আহমেদ। এখন তিনি শুধু অর্থ মন্ত্রণালয় সামলাবেন।

তবে উপদেষ্টা মাহফুজ আলমকে এখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়নি।

উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি এতদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়ার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেয়া হয়েছে।

এছাড়া উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে দেয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এতদিন তাকে কোনো দপ্তর দেয়া হয়নি। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ড. আসিফ নজরুল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এতদিন প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে ছিল। এখন হাসান আরিফ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসায় ড. ইউনূসের হাতে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে