ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

নতুন উপদেষ্টা সেখ বশিরের বিরুদ্ধে মশাল মিছিল

২০২৪ নভেম্বর ১০ ২১:১৮:৩৫
নতুন উপদেষ্টা সেখ বশিরের বিরুদ্ধে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে আজ রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় শপথ নেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন।

কিন্তু শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর পরই বঙ্গভবনের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নতুন উপদেষ্টা সেখ বশিরের বিরুদ্ধে মশাল মিছিল করেছেন।

মশাল মিছিলে অংশগ্রহণকারীরা বশির উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেন। তারা অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদে সেখ বশিরের জায়গা পাওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে।

এছাড়া অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সেখ বশিরকে সরিয়ে দেয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে মশাল মিছিলে অংশ নেয়া গণপরিষদের এক কর্মী বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেয়া হবে না। কিসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে