ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

দুবাইয়ে স্বর্ণের দামে রেকর্ড

২০২৪ অক্টোবর ১৭ ১৩:৫৫:২৬
দুবাইয়ে স্বর্ণের দামে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : স্বর্ণের দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। দুবাই জুয়েলারি গ্রুপের বরাত দিয়ে খালিজ টাইমস এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাজার খোলার সময় ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩২৪ দশমিক ২৫ দিরহামে উঠেছে, যা বুধবার (১৬ অক্টোবর) বাজার বন্ধের সময় ছিল ৩২৩ দশমিক ৭৫ দিরহাম।

এছাড়াও ২২ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ৩০০ দশমিক ২৫ দিরহামে খোলার সময় শূন্য দশমিক ৫০ দিরহাম বেড়ে যায়। একইভাবে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি বেড়ে যথাক্রমে ২৯০ দশমিক ৭৫ ও ২৪৯ দশমিক ২৫ দিরহাম হয়ে যায়।

বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৬৭৮ দশমিক ৫৮ ডলার, যা সকাল ৯টা ১০মিনিটে (সংযুক্ত আরব আমিরাতের সময়) শূন্য দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে