ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

গাজায় বেসাময়িক নাগরিকদের সুরক্ষায় ব্যর্থ জাতিসংঘ

২০২৪ অক্টোবর ১৭ ১০:২২:০২
গাজায় বেসাময়িক নাগরিকদের সুরক্ষায় ব্যর্থ জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে পুরোপুবি ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন, সংস্থাটিতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। শুধুমাত্র তাই নয়, জাতিসংঘের পতাকাকেও এখন লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বর্বর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রাশিয়ার এ কূটনীতিক আরো বলেন, গাজায় জাতিসংঘের স্কুল, হাসপাতাল এবং শরণার্থী শিবিরগুলোতেও অবিরাম গোলাবর্ষণ করা হচ্ছে।

গাজার হাসপাতালে কর্মরত স্বেচ্ছাসেবী ডাক্তারদের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম বলছে, প্রায় প্রতিদিনই শিশুদের মাথায় গুলি করার মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে গাজায়। ২ বছরের শিশুদেরও নির্বিচারে গুলি করে হত্যা করছে ইসরায়েল।

রাশিয়ার এ কূটনীতিক জোর দিয়ে বলেন, এসব ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয় যে- গাজায় জাতিসংঘের পতাকা শুধু বেসামরিক নাগরিক, মানবাধিকার কর্মী এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করতেই ব্যর্থ হচ্ছে না, বরং আন্তর্জাতিক সংস্থাটি নিজেই আইডিএফের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে