ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

২০২৪ সেপ্টেম্বর ১৮ ২২:৪৫:০৮
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তরুণ প্রজন্মের চাহিদার প্রেক্ষিতে ইন্টারনেটের মূল্য কমানোর পাশাপাশি সকল মোবাইল অপারেটরদের মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ইন্টারনেটের দাম কমাতে হবে। পাশাপাশি জনগণের চাহিদার কথা বিবেচনা করে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর জন্য চেষ্টা করতে হবে।

এসময় ভেওন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কান টার্জিওগ্লু বাংলাদেশে সিম কার্ডের ট্যাক্স কমানোর প্রস্তাব দেন।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, ট্যাক্সের সঙ্গে অর্থ মন্ত্রণালয় জড়িত। তাই এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।

পরে বাংলালিংকের চিফ লিগ্যাল অফিসার জাহারাত আদিব চৌধুরী ‘টফি’ এপ্লিকেশনের ব্যবহারে বিভিন্ন বাধার কথা উল্লেখ করলে উপদেষ্টা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক এস, প্রধান কর্পোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা তাইমুর রহমান প্রমুখ।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে