ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

রিমান্ড শেষে কারাগারে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ

২০২৪ সেপ্টেম্বর ০৭ ১৮:৫২:৫১
রিমান্ড শেষে কারাগারে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপিকর্মী হৃদয় আহম্মেদকে গুলি করে হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (০৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনদিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দিলীপ কুমারকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সাদেক।

অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২২ আগস্ট মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিএনপির জয়েন্ট সেক্রেটারি শাহাদাত হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৬১ জনকে আসামি করা হয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে