ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

পদত্যাগ করছে হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন

২০২৪ সেপ্টেম্বর ০৪ ২২:৩৪:১৫
পদত্যাগ করছে হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় আগামীকাল বৃহস্পতিবার কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন পদত্যাগের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন। সেখানে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে কমিশনের কর্মকর্তারা আভাস দিয়েছেন।

বুধবার বিকেলে নিজ কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে সংবাদ সম্মেলনের ব্যাপারে জানতে চান সাংবাদিকরা।

তিনি এই সময় সাংবাদিকদের বলেন, কালই পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানাবেন।

এর মধ্যে একজন নির্বাচন কমিশনার সংবাদ মাধ্যমকে বলেছেন, “আমরা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন। এরপর আমাদেরকে আর চেয়ারে পাবেন না”।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর