ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

বন্যা তহবিলে অর্থ না পাঠাতে অনুরোধ আহমাদুল্লাহ’র

২০২৪ সেপ্টেম্বর ০২ ১০:৪১:১১
বন্যা তহবিলে অর্থ না পাঠাতে অনুরোধ আহমাদুল্লাহ’র

নিজস্ব প্রতিবেদক : আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা তহবিলে অনুদান সংগ্রহ শেষ হচ্ছে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)। এরপর থেকে এই তহবিলে আর টাকা না পাঠাতে অনুরোধ করেছেন শায়খ আহমাদুল্লাহ।

রবিবার (১ সেপ্টেম্বর) শায়খ আহমাদুল্লাহ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। পরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট করা হয়।

ওই পোস্টে উল্লেখ করা হয়, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত ১২টায়। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা-দুর্যোগে ব্যয় করা হবে।’

গত বৃহস্পতিবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জানান, এরই মধ্যে বন্যা তহবিল শতকোটি টাকা জমা হয়েছে।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে