ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

আজিজ-জিয়াউলের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

২০২৪ আগস্ট ২৭ ০৬:৩৯:৩২
আজিজ-জিয়াউলের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের সময় ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করবে দুদক।

সেনাবাহিনীর সাবেক এই দুই ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকে বেশকিছু অভিযোগ জমা পড়েছে। এছাড়া, তাদের অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে দুদকের গোয়েন্দা ইউনিট।

দুদকের এক কর্মকর্তা এই দুই সাবেক সেনা কর্মকর্তার বিষয়ে বলেন, প্রাথমিক অনুসন্ধানে জেনারেল আজিজ এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে অঢেল সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। সরকারি চাকরি করে বৈধভাবে এত বেশি সম্পদ অর্জন করা অসম্ভব। এসব সম্পদ তারা কীভাবে গড়েছেন, তার জন্য অনুসন্ধানের প্রয়োজন। চলতি সপ্তাহেই কমিশন থেকে তাদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হতে পারে।

এর আগে গত ২০ মে দুর্নীতির অভিযোগে জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ হয়। তার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দাবি উঠলেও এতদিন পাশ কাটিয়ে গেছে দুদক। অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়ে গত ২৯ মে দুদকে আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। এরপর তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদক অনুসন্ধান করবে কিনা- এ নিয়ে আলোচনা জোরালো হয়।

ওই সময় দুদক থেকে জানানো হয়েছিল, আজিজের দুই ভাইয়ের ‘মিথ্যা তথ্যে ই-পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি’র অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়েছে।

তবে গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী-এমপি, ঘনিষ্ঠ সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীদের গণহারে অনুসন্ধানের সিদ্ধান্ত আসছে দুদক থেকে। এরই মধ্যে সাবেক দুই ডজন মন্ত্রী-এমপি ও সরকারি কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। এই তালিকায় দেড় শতাধিক ব্যক্তির নাম রয়েছে বলে জানা গেছে।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে