আনন্দবাজারের রিপোর্ট
মোটা অঙ্কের টাকায় ভারতে আশ্রয় নিচ্ছেন এমপি-রাজনীতিকরা
নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আপামর ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপরই গ্রেপ্তার আতঙ্কে ভুগতে থাকেন আওয়ামী লীগের প্রভাবশালী এমপি ও রাজনীতিকরা। অনেকেই ইতোমধ্যে বিভিন্ন মামলায় পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন।
এমন অবস্থায় আত্মগোপনে থাকা প্রভাবশালী এমপি ও রাজনীতিকরা মোটা অংকের অর্থের বিনিময়ে ভারত-বাংলাদেশ সীমান্তের দুই পাশের সক্রিয় সিন্ডিকেট চক্রের সহায়তায় ভারতে পাড়ি জমাচ্ছেন। সীমান্ত পাড়ি দেওয়ার বিনিময়ে সিন্ডিকেটের চক্রের সদস্যদের কাছে পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকাও গুনছেন তারা।
বুধবার পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। এতে একটি সীমান্ত সিন্ডিকেটের সহায়তায় একজন বাংলাদেশি এমপি এবং তার পরিবারের ভারতে পালিয়ে যাওয়ার বিবরণ তুলে ধরা হয়। তবে বাংলাদেশি এমপির পরিচয় প্রকাশ করেনি আনন্দবাজার।
আনন্দবাজার বলেছে, বাংলাদেশের মেহেরপুর জেলার কাশারীবাজার থেকে একজন এমপি ফোন করেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কাথুলিবাজার এলাকার একটি বাড়িতে। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে কিছু দিনের জন্য দেশ ছেড়ে ভারতে ‘নিরাপদ আশ্রয়’ চান তিনি।
প্রতিবেদনে বলা হয়, ফোন করার কিছুক্ষণ পর কাথুলিবাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর-২ ব্লকের রাউতবাটি গ্রামে। এতে ফোনের দুই প্রান্তের ব্যক্তির মাঝে প্রায় পাঁচ মিনিট আলোচনা হয়। যিনি আশ্রয় চাইছেন তার ‘প্রোফাইল’, রাজনৈতিক ঝুঁকি, আর্থিক সক্ষমতা-সহ বিভিন্ন বিষয় সংক্ষেপে জেনে নিয়ে ওই এমপিকে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
ভারতের প্রান্ত থেকে জানানো হয় ওই এমপির পরিবারের সদস্যদের মাথাপিছু খরচ পড়বে ভারতীয় মুদ্রায় এক লাখ করে টাকা। এছাড়া যতদিন ‘নিরাপদ আশ্রয়ে’ থাকবেন, ততদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে থাকার জন্য মাসিক ১০ লাখ টাকা গুনতে হবে। টাকার অংক নিয়ে দর কষাকষির পর ঠিক হয় সীমান্ত পার করানোর বিনিময়ে প্রত্যেকের মাথাপিছু ৭০ হাজার টাকা পরিশোধ করতে হবে। আর আশ্রয়ের জন্য দিতে হবে মাসিক ৫ লাখ টাকা।
আনন্দবাজার জানায়, পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া এলাকার এই সিন্ডিকেট চক্রের প্রস্তাবে রাজি হয়ে যান বাংলাদেশের ওই এমপি। পরে গত সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারকে নিয়ে সীমান্তের দিকে রওনা দেন তিনি। সেখানে বাংলাদেশের একটি গ্রামে একদিন অপেক্ষার পর চুক্তির টাকা পরিশোধ করে কাথুলি ও কুলবেড়িয়া হয়ে উন্মুক্ত সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের একটি গ্রামে গিয়ে পৌঁছান ওই এমপি ও তার পরিবার। বাংলাদেশের মইনুদ্দিন (নাম পরিবর্তিত) এবং পশ্চিমবঙ্গের দেবাংশু (নাম পরিবর্তিত) মিলে ২৪ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর এই ‘অপারেশন’ সফল করেন।
প্রতিবেদনে বলেছে, দেশের চলমান পরিস্থিতিতে এমন অবৈধ উপায়েই বাংলাদেশের প্রভাবশালীরা ভারতে পাড়ি জমাচ্ছেন। তাদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে একাধিক চক্র। চক্রের সদস্যরা সীমান্ত পারাপারের বিনিময়ে বাংলাদেশিদের কাছ থেকে বিভিন্ন অংকের অর্থ নিচ্ছেন। কেউ মাথাপিছু লাখ টাকা নিচ্ছেন, তো কেউ ৫০ হাজার। আর এই চক্রের বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও অবগত রয়েছে। ইতোমধ্যে এই চক্রের সাথে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ।
আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে তৈরি হয়েছে অবৈধভাবে সীমান্ত পারাপারের নতুন ‘সিন্ডিকেট’। পারাপার ও আশ্রয়ের জন্য কেউ খরচ করছেন ২ হাজার টাকা (তারা বেশিদিন থাকছেন না), কাউকে দিতে হচ্ছে ২ লাখ টাকা (বেশিদিন থাকার জন্য)। সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সঙ্গতি এবং সামাজিক পরিচিতি বুঝেই টাকার পরিমাণ নির্ধারণ করেন চক্রের সদস্যরা।
কাথুলিবাজার এলাকায় ব্যবসা করেন শেখ নাজিম (নাম পরিবর্তিত)। আনন্দবাজারকে বলেন, ‘‘আমরা এই সব এলাকা হাতের তালুর মতো চিনি। কোথায় কাঁটাতার আছে, কোথায় নেই, সব মুখস্থ। কোথায় পাচারকারী কাঁটাতার কেটে রেখেছে, সেটাও জানি।’’
শেখ নাজিমের কথায়, ‘‘এই বর্ষায় ভৈরব নদী টইটম্বুর। নদী পুরো খোলা। বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চাইছেন, তাদেরকে পরিচিত ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু সীমান্ত পার করিয়ে দিচ্ছি আমরা। বাকি দায়িত্ব তাদের।’’
পশ্চিমবঙ্গের এই বাংলা দৈনিক বলছে, সীমান্ত পারাপার ও ভারতে প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য কী পরিমাণ অর্থ নেওয়া হচ্ছে, জানতে চাইলে নাজিম বলেন, ‘‘ঝুঁকি দু’পক্ষেরই রয়েছে। তাই টাকার ভাগাভাগিও সমান সমান।’’
সীমান্তের ওপারের বাসিন্দা ও পাচারচক্রের সদস্য দেবাংশু বললেন, ‘‘কাঁটাতার পার হয়ে আমাদের চাষের জমি আছে। রোজ যাতায়াত করি। ওদিক থেকে বেশ কয়েকজন পরিচিত, আত্মীয়-স্বজনেরা ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। আমরা শুধু পার করে এখানে নিয়ে এসেছি। রাখার দায়িত্ব আমাদের নয়। সেটা দেখে অন্য লোক।’’
দেবাংশু বলেন, ‘‘বিএসএফ এখন খুব সজাগ। সেটা ঠিক। তবে গ্রামে আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক। তাই কাউকে আশ্রয় দিয়েছি জানলে কেউ মুখ খুলবে না।’’ কিন্তু কাজটা তো অনৈতিক? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বাংলাদেশ থেকে যারা আসছেন, তারা তো সত্যিই বিপদে পড়েছেন। বিপদে মানুষকে আশ্রয় দেওয়া তো মানুষেরই কর্তব্য!’’
প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের ‘ঘনিষ্ঠ’ বা সমর্থকরা এখন বাংলাদেশে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলাবাহিনীর নজরে রয়েছেন। শেখ হাসিনার আমলের অনেক প্রভাবশালীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। সীমান্ত এলাকায় লুক-আউট নোটিশ দিয়েছে বাংলাদেশের প্রশাসন। রাজনীতির সঙ্গে যুক্ত নন, এমন মানুষজনের ক্ষেত্রেও জরুরি প্রয়োজন ছাড়া দেশ ছাড়ার অনুমতি দিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
তবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে স্থানীয় বাসিন্দারা এই 'হঠাৎ অতিথি' নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও ভয়ে কেউ মুখ খুলতে চায় না। বিএসএফও 'নতুন উপায়ে' অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন। সিন্ডিকেট চক্রের উপস্থিতি টের পেয়ে সীমান্ত এলাকায় বিএসএফের টহল বৃদ্ধি করা হয়েছে।
বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার ডিআইজি এ কে আর্য বলেন, “প্রতিবেশী দেশগুলোর অশান্ত পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় টহল কয়েকগুণ বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের সঙ্গে গণসংযোগ বাড়িয়েছি। বিএসএফ সব ধরনের অনুপ্রবেশের খোঁজখবর রাখার চেষ্টা করছে। জওয়ানরাও কিছু বেআইনি অনুপ্রবেশ বন্ধ করেছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে সীমান্ত এলাকায় এই মুহূর্তে কোনো উত্তেজনাকর পরিস্থিতির খবর নেই।”
অবৈধ অনুপ্রবেশ আটকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কতটা সক্রিয়? বিজিবির উপ-মহাপরিচালক (যোগাযোগ) কর্নেল শফিউল আলম পারভেজ আনন্দবাজার অনলাইনকে এই বিষয়ে বলেন, ‘‘যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনি এবং অন্যায় কাজ করছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
কর্নেল শফিউল আলম পারভেজের দাবি, ‘‘বেশির ভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছেন। বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরা যাতে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায়, তার জন্য আমরা ভারত সরকারকে অনুরোধ জানাব।’’
মামুন/
পাঠকের মতামত:
- সাইফ আলী খানের ১৫ হাজার কোটি টাকার দখল নেবে ভারত সরকার
- এবার জার্মান রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের আলোড়ন
- দাম কমেছে গাড়িতে ব্যবহৃত এলপিজির, কমলো কত টাকা?
- ব্যাংকিং সুবিধার দাবি নিয়ে সংবাদ সম্মেলনে আসছে বেক্সিমকো
- ট্রাম্প ও মোদীর মধ্যে বৈঠকের আয়োজন করতে মরিয়া ভারত
- যানবাহন ভাঙচুর ও আগুন বেক্সিমকো শ্রমিকদের
- সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিশ্বনেতাদের সহযোগিতার আহ্বান
- সুকুক বন্ডে ব্যক্তি পর্যায়ে বেড়েছে বিনিয়োগকারীদের বরাদ্দের হার
- এমবি ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নাফিজ সরাফাতের আরব আমিরাতের ফ্ল্যাট-ভিলা ক্রোকের আদেশ
- বিদিশা এরশাদের বিরুদ্ধে সম্পত্তি জবরদখলের অভিযোগ
- শেখ হাসিনার ‘নিশি রাতের ভোট’ নিয়ে অনুসন্ধান চালাবে দুদক
- সিএসই’র নতুন ট্রেডিং সময়সূচী প্রত্যাহারের দাবী জানিয়েছে ডিবিএ
- আইএমএফের চতুর্থ কিস্তির ঋণ পিছিয়ে যাওয়ার পেছনের কারণ
- বিদেশি বিনিয়োগে খরা, সর্বনিম্ন ১০ কোটি ডলার এফডিআই
- তারেক রহমানের সোনার আংটি পেল শহীদ রাকিবের নবজাতক
- বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক তারেক আলম গ্রেপ্তার
- বোর্ড সভার তারিখ জানিয়েছে ২০ কোম্পানি
- ৩২ বছর বয়সে অবিবাহিত যুবক ৮৭ সন্তানের বাবা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছে ঝুলন্ত লাশের পরিচয় প্রকাশ
- স্বামীর মৃত্যুর পর আবেগঘন পোস্ট দিলেন তনি
- বিএনপি ও খেলাফত মজলিসের মধ্যে বৈঠকে ৭ বিষয়ে ঐকমত্য
- অটোচালক ভজনের সঙ্গে সাইফ আলী খানের মুলাকাত
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে নতুন কাঠামো ও কার্যক্রমে পরিবর্তন
- বরফে ডিগবাজি দিয়ে আবারও আলোচনায় জায়েদ খান
- নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব
- ট্রাম্পের আদেশে আতঙ্কে বাংলাদেশিরা
- পলকের রিমান্ড তো মাত্র শুরু হয়েছে: পিপি
- পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান সমন্বয়কের
- ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুসংবাদ
- শাহজালাল বিমানবন্দরে সেই বিমান তল্লাশির পর যা জানা গেল
- এক দফা এক দাবি, মালয়েশিয়া কবে যাবি!
- মাহফুজ আলমের পোস্টে উত্তাল রাজনৈতিক অঙ্গন
- যেসব পণ্যে ভ্যাটের হার কমিয়েছে এনবিআর
- ১২ কর্মদিবসেই বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ পুঁজি হাওয়া!
- হঠাৎ চাপের মুখে ‘জেড’ গ্রুপের বিনিয়োগকারীরা
- ২২ জানুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- আড়াইশ শেয়ারের চাপে শেয়ারবাজারে পতন
- ২২ জানুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ জানুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ জানুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- কেঅ্যান্ডকিউ’র বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা
- জানা গেলো লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব হারানোর পেছনের আসল কারণ
- নির্বাচনে আ'লীগের অংশগ্রহণ নিয়ে জামায়াত আমিরের নতুন বার্তা
- সিআরএম মেশিনের কারণে বদলে যাচ্ছে ব্যাংকিং খাত
- ৫১ লাখের বেশি শেয়ার বিক্রির ঘোষণা
- বিদেশে মিশন কর্মকর্তাদের জন্য বাড়ানো হলো ভাতা
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, রিফাতের ফেসবুক স্ট্যাটাসে নতুন তথ্য
- তিন দিনের ছুটি পাচ্ছে চাকরিজীবীরা
- যে জেলার সব উপজেলার ইউএনও নারী কর্মকর্তা
- পরিবার সঞ্চয়পত্র কেনায় নতুন নিয়ম জারি
- সিঙ্গাপুরের আইনে মৃত্যুদণ্ড হতে পারে এস আলমের
- সাইফ আলিকে দেখতে হাসপাতালে শাকিব খান, সোশ্যাল মিডিয়ায় ঝড়
- হাসনাত আব্দুল্লাহর প্রথম ওয়াজ মাহফিল বক্তব্যে ঝড়
- শেয়ারবাজারে কারসাজির অভিযোগ, শাস্তির কবলে ৭ কোম্পানি
- নিজের সম্পদের হিসাব নিয়ে মুখ খুললেন হাসনাত
- যাচাই-বাছাইয়ের মুখে ৮৯ হাজার সরকারি চাকরিজীবী
- ডলারের দাম কমল, মুদ্রার বাজারে নতুন পরিবর্তন
- শেয়ারবাজারের ৮ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ৯১ কোটি টাকা জরিমানা
- ইসলামী ব্যাংকের ৭০ হাজার কোটি টাকা লোপাট
- বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের বাসায় যা যা উদ্ধার হলো
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- টিউলিপ সিদ্দিকের পর এবার কপাল পুড়তে যাচ্ছে হাসিনা কন্যার