ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

সেনা পরিচয়ে লোক ঠকানো, সতর্ক করলো আইএসপিআর

২০২৪ আগস্ট ২১ ১৭:২০:০৭
সেনা পরিচয়ে লোক ঠকানো, সতর্ক করলো আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি, করপোরেট অফিস, দোকান এমনকি বাসস্থানেও তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একই সঙ্গে দুর্বৃত্তরা ফোন কলের মাধ্যমে চাঁদা দাবি করছে বলেও অভিযোগ উঠেছে।

এমন অবস্থার পরিপ্রেক্ষিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোষাকে এবং অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‍্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরণের কোনো অভিযান পরিচালনা করে না।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করে জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে