ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

শামীম ও সেলিম ওসমান পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

২০২৪ আগস্ট ২১ ১৬:২৩:১৩
শামীম ও সেলিম ওসমান পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমান এবং তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।

পাঁচ দিনের মধ্যে তাদের সব অ্যাকাউন্টের লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

অ্যাকাউন্ট ফ্রিজের তালিকায় রয়েছে- শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, সন্তান ইমতিনান ওসমান ও লাবিবা জোহা অঙ্গনা।

অপর এক চিঠিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে- এ কে এম সেলিম ওসমান, তার স্ত্রী নাসরিন ওসমান, সন্তান অনন্যা মারমিন, ফারহানা শারমিন অর্পনা ও রুমানা সারমিন।

তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট ফ্রিজের পাশাপাশি স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান বা অন্য কোনো নামে অ্যাকাউন্ট থাকলে তাও ফ্রিজ করতে হবে বলে জানানো হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে