ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

২০২৪ আগস্ট ২০ ২৩:৪০:১০
অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

নিজস্ব প্রতিবেদক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

স্থায়ী কমিটির একজন সদস্য সংবাদ মাধ্যমকে বলেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে বিএনপি। তাদের কোনো কাজের বিষয়ে নেতিবাচক মন্তব্য করবে না।

বৈঠক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার গঠনের আগে সরকারকে ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি করলেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে দলটি। বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারকে সময় দেবে দলটি। সেই সময়টা কতদিন তা ঠিক করেনি বিএনপি।

তবে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলে মনে করছে দলটির স্থায়ী কমিটি।

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের বিষয়ে দলটির এমন মনোভাবের কথা জানা গেছে।

এছাড়া, স্থায়ী কমিটির সভায় পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটির দাবি তোলারও সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থায়ী কমিটির সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কোনো ধরনের উচ্ছ্বাস দেখাতে চায় না দলটি। বরং ছাত্র আন্দোলনে যেসব ছাত্র-জনতার মৃত্যু হয়েছে তাদের প্রতি সম্মান দেখানো যায় এমন কর্মসূচি পালনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রথম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সরকার গঠন ও তাদের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়।

সভার শুরুতে নতুন দুই সদস্য, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে অভিনন্দন জানানো হয়। মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে