ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘প্রভু হওয়ার চেষ্টা করবেন না’

২০২৪ আগস্ট ১৭ ১৯:১০:০১
‘প্রভু হওয়ার চেষ্টা করবেন না’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। ভারত যদি বন্ধু হয়ে থাকে তবে শেখ হাসিনাকে ফেরত দেবে। ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, আমরা কৃতজ্ঞ। তবে আপনারা প্রভু হওয়ার চেষ্টা করবেন না।

শনিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন করি। আমরা এই বিপ্লবের একটি সঠিক পরিণতি চাই। আওয়ামী লীগের মতো কোনো কলঙ্ক যাতে তাদের স্পর্শ করতে না পারে।

বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে সরানোর জন্য অনেক বড় ভূমিকা পালন করেছে। সেজন্য সেনাবাহিনীকে সাধুবাদ জানাই। শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে, অবিলম্বে সেটি বন্ধ করতে হবে। এ দেশকে আওয়ামী সরকার প্রতিবেশী দেশের গোলাম বানিয়ে ফেলেছে।

গত ১৬ বছরে পুলিশের ভূমিকা ছিল নিকৃষ্ট মন্তব্য করে তিনি বলেন, পুলিশ ব্যবস্থাকে আওয়ামী লীগ নষ্ট করে ফেলেছে। পুলিশের যেসব সদস্য মারা গেছেন, এর জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগ দায়ী। আজ একজন বড় মাপের নেতার (বঙ্গবন্ধু) ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে; এটার জন্যেও শেখ হাসিনা দায়ী।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে অনেক মন্ত্রীরাও ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে। আমরা এখন আর কোনও ভুয়া মুক্তিযোদ্ধা দেখতে চাই না।

এসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে যাওয়া প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, আশা করছি খালেদা জিয়াকে আমরা বিদেশে পাঠাতে পারবো। তিনি সুস্থ হয়ে দেশে এসে আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। অতি দ্রুত স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে বিডিআর বিদ্রোহের মামলার বিচার কাজ সম্পাদনের দাবি জানান তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল, আন্দোলনে শহীদের রাষ্ট্রীয় বীর ঘোষণা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনসহ ছয় দফা দাবি জানানো হয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে