ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

‘বৈষম্যবিরোধী সরকার শুরুই করল বৈষম্য দিয়ে’

২০২৪ আগস্ট ১০ ১৫:২৭:০৭
‘বৈষম্যবিরোধী সরকার শুরুই করল বৈষম্য দিয়ে’

বিনোদন ডেস্ক : শিল্পকলার পরিচালক ও গুণী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মন্তব্য করেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে অর্জিত সরকার যাত্রা শুরু করল বৈষম্য দিয়ে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাতে আয়োজন হয় শপথ পাঠের। সেখানে হয় কোরআন তেলাওয়াত। আর এ নিয়েই পরদিন সামাজিক মাধ্যমে নতুন সরকার গঠন নিয়ে বৈষম্যের প্রশ্ন তুললেন তিনি।

তার কথায় ছাত্র আন্দোলনের হাত ধরে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল। টানা রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তার কথার সুরে ক্ষোভ, অভিমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত সরকার শুরুই করল বৈষম্য দিয়ে?’

ফেসবুকে জনপ্রিয় এই অভিনেত্রী লেখেন, ‘নতুন বাংলাদেশের প্রথম দিন। ভয়ঙ্কর কয়টা দিনের পর, বাক্‌স্বাধীনতার প্রথম দিনে এই লেখার মধ্যে দিয়ে স্বাধীনতা উদযাপন শুরু করলাম।

তিনি লিখেন-বৃহস্পতিবার সরকার শপথ নিয়েছে। রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শুধু কোরআন রাখা হয়েছে। অন্যান্য ধর্মগ্রন্থ রাখা হয়নি, এতেই তিনি অবাক এবং বিস্মিত।

তিনি আরও লিখেন- বাংলাদেশে যে সব অনুষ্ঠানে ধর্মগ্রন্থ রাখা করা হয়, সেখানে কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটকও থাকে। অথচ, এ দিন কেবল একটি ধর্মগ্রন্থই রাখা হয়েছে।

তিনি যুক্তি দেন যে ব্যক্তিগত ভাবে তিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে ধর্মগ্রন্থ রাখার প্রয়োজনীয়তা দেখেন না। কিন্তু যা এত দিন ধরে যা পালিত হয়ে আসছে, তার অন্যথাই বা ঘটবে কেন, জানতে চেয়েছেন জ্যোতিকা।

তার ক্ষোভ, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে যে সরকারের জন্ম, তাকে তো শুরু থেকে বৈষম্যহীন হতে হবে। অভিনেত্রীর মন্তব্যবাক্সে তাকে অনেকে সমর্থন জানিয়েছেন।

তারিক/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে