ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

গুম-নিখোঁজ স্বজনদের সন্ধান দাবিতে প্রেসক্লাবের সামনে শতাধিক পরিবার

২০২৪ আগস্ট ১০ ১২:০৪:৫৩
গুম-নিখোঁজ স্বজনদের সন্ধান দাবিতে প্রেসক্লাবের সামনে শতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক : একটানা ১৫ বছর দেশ শাসন করেছে আওয়ামী লীগ সরকার। এ সময়ে গুম ও নিখোঁজ স্বজনের সন্ধান চেয়েছেন শতাধিক পরিবার।

শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে নিখোঁজ ব্যক্তিদের ছবি, ব্যানার-পোস্টার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়ান স্বজনরা।

গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন 'মায়ের ডাক' ছাড়াও সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া আন্দোলন থেকে এ পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

প্রেসক্লাবের সামনে তারা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। তারা জানান, কবে থেকে তাদের স্বজন নিখোঁজ।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে