ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাবেক মেয়রের বাসা থেকে লুট ২ কোটি টাকার ৭ লাখ উদ্ধার

২০২৪ আগস্ট ১০ ১১:১৮:৪৫
সাবেক মেয়রের বাসা থেকে লুট ২ কোটি টাকার ৭ লাখ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর বাসা থেকে ৫ আগস্ট প্রায় দুই কোটির টাকা লুট হয়।

লুটের টাকার মধ্যে ৬ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করেছেন এলাকাবাসী। শুক্রবার রাতে ওই টাকাসহ বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় নিয়ে আসা হয় লুটে অভিযুক্ত জামাল খানের বাবাকে।

লুটের টাকার সঙ্গে ৩৪ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন সেটও উদ্ধার করা হয়।

জামাল নগরীর ৭নং পলাশপুর এলাকার বাসিন্দা এবং তার ফলের ব্যবসা রয়েছে।

এলাকাবাসীর তথ্য অনুযায়ি, জামাল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় সার্বক্ষণিক সাদিক আব্দুল্লাহর সঙ্গেই থাকতেন। ৫ আগস্ট সাদিকের সঙ্গে তার বাসায় অবস্থান করছিলেন তিনি।

ধারণা করা হচ্ছে, সাবেক মেয়রের নগরীর কালিবাড়ি রোডের বাসায় হামলা-ভাঙচুর এবং লুটপাট চলাকালে ওই টাকা নিয়ে বাসায় চলে যান জামাল। দুই দিন আগে ওই টাকা গণনা করলে তার এক আত্মীয় দেখে ফেলেন এবং তাদের অবহিত করেন।

এদিকে, বিভিন্ন স্থানে লোক মারফত জমির কেনারও চেষ্টা চালান জামাল। জামালের পরিবারের মাধ্যমে তারা নিশ্চিত হন ওই ব্যাগে এক কোটি ৯৬ লাখ টাকা ছিল।

এছাড়া এলাকার দুই মাদকসেবীকে টাকা দিলে তারাও বিষয়টি জেনে ফেলে এবং চাপ সৃষ্টি করে টাকার ভাগ দেওয়ার জন্য। এরপর এলাকাবাসী জামালের অফিসে তালা দেন এবং ঘরে ভাঙচুর চালালে তিনি ওই টাকা নিয়ে পালিয়ে যান। সেখান থেকে রেখে যাওয়া ৬ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর সেনাবাহিনীর সহায়তায় কাউনিয়া থানায় ওই টাকা জমা দেওয়া হয়।

জামালের বাবা কাইউম খান জানান, তার ছেলে কত টাকা লুট করেছে তা তার জানা নেই। বিষয়টি জানার পর ঘরে রাখা একটি ব্যাগের ভেতর থেকে ওই টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

তিনি বলেন, তার ছেলে কোথায় আছেন তা তিনি জানেন না। বিভিন্ন মাধ্যমে শুনেছেন, তার ছেলে অনেক টাকা এনেছে মেয়রের বাসা থেকে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘সাবেক মেয়রের বাসভবন থেকে লুট করা ৬ লাখ ৯২ হাজার টাকা এলাকাবাসী উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ সময় লুটের অভিযোগে অভিযুক্ত জামালের বাবা কাইউম খানও তাদের সঙ্গে আসেন।’

তিনি জানান, ‘জামালের বাবা জানিয়েছেন, তার বাসায় ওই টাকা ছিল। তার ছেলে বাসা ছেড়ে পালিয়েছে। কত টাকা নিয়ে পালিয়েছে তা তার জানা নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে