ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

হাই প্রোফাইলদের যেতে না দেয়া নিয়ে যা জানালো ইমিগ্রেশন

২০২৪ আগস্ট ০৭ ১২:৩৬:১৯
হাই প্রোফাইলদের যেতে না দেয়া নিয়ে যা জানালো ইমিগ্রেশন

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশের সব ইমিগ্রেশন পোস্টে স্বাভাবিক কার্যক্রম চলছে। প্রয়োজনীয় শর্ত পূরণ না করার কারণে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তি যেমন সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করেই ফেরত পাঠানো হচ্ছে।

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে ইমিগ্রেশনে স্পেশাল ব্রাঞ্চ এই তথ্য জানিয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে সদ্য সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।

এছাড়া দেশ ছেড়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।

স্ত্রী-সন্তান নিয়ে ভারতে যাওয়ার সময় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে মঙ্গলবার বিকালে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে তাকে ফেরত পাঠানো হয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে