ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন খালেদা জিয়া

২০২৪ আগস্ট ০৫ ১৯:৪৩:৩২
দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে বিরাজমান পরিস্থিতিতে সর্বস্তরের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানান।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাপ্রধান জেনারেল ওয়াকর-উজ-জামানের সঙ্গে বৈঠক করার পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

বিএনপির চেয়ারপারসন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত ৮ জুলাই থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। দুই–এক দিনের মধ্যে তাঁর বাসায় ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে