ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

এবার জাতীয় সংসদ ভবনে হাজারো মানুষ

২০২৪ আগস্ট ০৫ ১৭:২০:৩৩
এবার জাতীয় সংসদ ভবনে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক : গোপনে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবন দখল নেয় হাজারো মানুষ।

এবার জাতীয় সংসদ ভবনও দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার বেলা সোয়া তিনটার দিকে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ।

এর আগে এদিন রাজধানী ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ জড়ো হতে থাকেন। প্রথমে তাদের বাধা দেয় সেনাবাহিনী। পরে জনস্রোত বাড়তে থাকায় সাধারণ মানুষকে ছেড়ে দেয় সেনাবাহিনী।

তারপর হাজার হাজার বিক্ষোভকারী মানুষ প্রথমে গণভবন ও পরে জাতীয় সংসদ ভবন অভিমুখে যাত্রা করেন।

এরপর দুপুর আড়াইটার দিকে গণভবন দখল করেন আন্দোলনকারীরা। গণভবনে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করছেন তারা।

এদিকে, বিক্ষুব্দ জনতা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ধানমন্ডির সরকারি বাসা ও আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় ভাংচুর ও জ্বালিয়ে দেয়।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে