ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

মন্ত্রীদের কথা-বার্তায় লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৪ জুলাই ৩০ ১১:৩২:১৯
মন্ত্রীদের কথা-বার্তায় লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিসভার সদস্যদের ঢালাওভাবে কথা-বার্তা না বলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া ছাত্রদের প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীকে নমনীয় হওয়ার পরামর্শও দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন। এদিন মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় কোটা সংস্কার আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে মন্ত্র্রীদের সঙ্গে পৃথক আলোচনা করেন প্রধানমন্ত্রী।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিজ দপ্তরের বাইরে ঢালাওভাবে কথা না বলার নির্দেশ দিয়েছেন।

এছাড়া ছাত্রদের প্রতি নমনীয় আচরণ করতে বলা হয়েছে। তবে ছাত্রদের ব্যানারে ঢুকে কেউ সন্ত্রাসী কার্যকলাপ ও ধ্বংসাত্মক কাজে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চলমান পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে তিনি সহিংসতার সার্বিক বিষয় তুলে ধরেন। সন্ত্রাসী কার্যকলাপ ও ধ্বংসাত্মক কাজে জড়িতদের বিষয়েও ধারণা দেওয়া হয়।

এই সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের কথাও বলেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে