ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

২০২৪ জুলাই ২৮ ০০:২২:১৭
কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : নতুন করে তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

দাবিগুলো হল, দ্রুত সময়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে একটি স্বাধীন কমিশন গঠন করে কোটা সংস্কারের বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেয়াসহ সব মামলা প্রত্যাহার করা এবং ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নির্ধারিত সময়ের মধ্যে এই দাবিগুলো মেনে না নিলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

নেতারা জানিয়েছেন, এছাড়া বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে রোকবার (২৮ জুলাই) গণসংযোগ ও প্রতিবাদী গ্রাফিতি আঁকবেন।

আজ শনিবার (২৭ জুলাই) রাতে অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সমন্বয়ক মো. আবদুল হান্নান মাসউদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মাহিন সরকার এবং সহ–সমন্বয়ক রিফাত রশীদ।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে