ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

এবার শোবিজের তারকাদের বিরুদ্ধে দুদকের মামলা

২০২৪ জুলাই ০৪ ১০:৩৪:৩০
এবার শোবিজের তারকাদের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় পড়েছেন বেনজির, মতিউর থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মকর্তা।

এবার শোবিজের তারকাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকাই সিনেমার নায়ক শান্ত খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করেছে।

বুধবার (০৩ জুলাই) দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, মামলায় শান্ত খানের বিরুদ্ধে তিন কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগ-দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার থেকে জানান যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুদক শান্ত খান, তার স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ বিবরণী ২১ দিনের মধ্যে দাখিলের জন্য নোটিশ দিয়েছিল।

এজাহারে আরও বলা হয়, দুদকের অনুসন্ধানে ও বিভিন্ন নথিপত্র পর্যালোচনায় শান্ত খানের নামে ১৩ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ২৭২ টাকার স্থাবর সম্পদ এবং ২ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ২২৮ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

এ ছাড়া ২০১৮-১৯ করবর্ষ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ১৯ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

প্রসঙ্গত, ২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে শান্ত খানের।

এরপর বঙ্গবন্ধুর শৈশব, কৈশোরের ঘটনাবলী নিয়ে নির্মিত ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’, ‘বিক্ষোভ’, ‘বুবুজান’ সিনেমায় অভিনয় করেন তিনি। তার বাবা চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান।

শান্ত খানের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২২ সালে মামলা করেছিল দুদক।

এএসএম/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে