ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

ছাগলকাণ্ডের ইফাত কার ছেলে, জানালেন এমপি নিজাম হাজারী

২০২৪ জুন ২০ ২০:৩১:২৫
ছাগলকাণ্ডের ইফাত কার ছেলে, জানালেন এমপি নিজাম হাজারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানই ছাগলকাণ্ডে আলোচিত মুশফিকুর রহমান ইফাতের বাবা বলে জানিয়েছেন ফেনী-২ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী।

আজ বৃহস্পতিবার (২০ জুন) একটি সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে নিজাম উদ্দিন হাজারী বলেন, মুশফিকুর রহমান ইফাত আমার ভাগনে। সে আমার মামাতো বোনের সন্তান। আমার মেজো মামার মেয়ে ইফাতের মা শাম্মি আখতার শিবলী। আর ইফাতের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমান আমার মামাতো বোনের হাজবেন্ড।

এর আগে, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ছাগল নিয়ে ছবি ওঠা ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত ও তার মা শাম্মি আখতার শিবলীকে চেনেন না বলে জানিয়েছেন।

তিনি কয়েকটি সংবাদ মাধ্যমকে মোবাইল ফোনে ইফাতের বিষয়ে বলেছেন, ‘আমি নিজেও আর্শ্চয হয়েছি, এমনভাবে ট্রোল হচ্ছে, যেটা আমার পরিবারে জন্য ক্ষতিকর। আমার ছেলে যুক্তরাষ্ট্রে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে এখন দেশে আছে। কিন্তু জীবনে দামি গরু কেনা তো দূরের কথা, একটু ভিন্ন রকমের ছেলে সে। এসব কাজের কোনো প্রশ্নই ওঠে না। আপনারা খোঁজ নিলে জানবেন।’

তিনি হুংকারও দিয়েছিলেন যে, যারা ইফাতের বাবা বলে আমাকে জড়িয়েছেন, আমি তাদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করবো।

জানা গেছে, ছাগল নিয়ে ছবি তুলে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন সেটি তার মা শাম্মি আখতার শিবলীর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তোলা। সেই পরিচয়পত্রে শাম্মি আখতারের স্বামীর নামের জায়গায় উল্লেখ আছে মতিউর রহমান।

প্রশ্ন হচ্ছে, সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী কর্তৃক বিষয়টি খোলাশা করার পর এখন মতিউর রহমান কী করবেন? ইতোমধ্যে গুঞ্জন উঠেছে, তিনি ইফাতকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন।

এএসএম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে