ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

কাল মেসিকে নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

২০২৪ জুন ০৯ ২২:০৭:২৪
কাল মেসিকে নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকার জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা আগামী ২১ জুন থেকে শুরু হচ্ছে। এই দুটি টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে দলগুলো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে।

এতে পিছিয়ে নেই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।

আগামীকাল সকালে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। এই ম্যাচ দিয়েই জাতীয় দলে ফিরবেন লিওনেল মেসি।

মেসিদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ গুয়েতেমালা। আগামী ১৫ জুন সকাল ৬টায় শুরু হবে দুই দলের লড়াই। এরপর ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিওনেল স্কালোনির শিষ্যদের কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে দুর্দান্ত ফর্মে। সবশেষ প্রীতি ম্যাচে মার্চে কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলের জয় পায় তারা।

এর আগে, নভেম্বরে বিশ্বকাপের বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা।

অন্যদিকে, ইকুয়েডরও রয়েছে ধারাবাহিক ফর্মে। সবশেষ খেলা পাঁচ ম্যাচে হেরেছে মাত্র একটিতে। ইতালির বিপক্ষে ২-০ ব্যবধানে হারলেও আগের দুই ম্যাচে চিলি ও গুয়েতেমালার বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। বাকি দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে দলটি।

উল্লেখ্য, কোপা আমেরিকার গ্রুপ পর্বে মেসিদের প্রতিপক্ষ কানাডা, চিলি ও পেরু। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় কানাডা, ২৬ জুন দ্বিতীয় ম্যাচে চিলি ও ৩০ জুন পেরুর মোকাবিলা আলবেসেলেস্তেরা।

ম্যাচটি যে দেখবেন যেভাবে : কোনো চ্যানেলে ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখাবে না। তবে অনলাইনে খেলা দেখার সুযোগ থাকছে। ম্যাচটি উপভোগ করা যাবে ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্কে।

এছাড়া অ্যাস্ট্রো সুপারস্পোর্ট, টিওয়াইসি স্পোর্টস, টেলিভিশন পাবলিকা, মুভিস্টার, ফিফা প্লাস এবং ইউটিউব ও ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেজেও ম্যাচটি দেখা যাবে।

শেয়ারনিউজ, ৯ জুন ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে