ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

মঞ্চের পেছনে গিয়ে শাকিবকে জাপটে ধরলেন পরী

২০২৪ জুন ০৮ ১৭:৩৭:৫৩
মঞ্চের পেছনে গিয়ে শাকিবকে জাপটে ধরলেন পরী

বিনোদন ডেস্ক : বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও পরীমণি। সিনেমা পাড়ায় আলোচনা-সমালোচনা এই দুটি নামের সঙ্গেই যুক্ত। ‘আরও ভালোবাসবো তোমায়’ এবং ‘ধূমকেতু’ ছবিতে এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে।

তবে এবার নতুন করে তারা আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন। শাকিব খানকে জাপটে ধরে আলোচনায় ফের পরীমণি । সোশ্যালে ইতিমধ্যেই তাদের সেই বিশেষ মুহূর্তের ছবি।

শুক্রবার (৭ জুন) ঢাকা ফ্যাশন ডে ২০২৪-তে হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রিসহ ফ্যাশন দুনিয়ার নামিদামি তারকারা।

ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন শাকিব খান। অনুষ্ঠানে নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও।

তবে মঞ্চের পেছনে দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন। সেই ছবি, ভিডিওই এখন আলোচনার তুঙ্গে।

এদিকে শাকিব খান ও পরীমণিকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা গ্রুপে লিখতে দেখা গিয়েছে যে ফের তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দর্শক।

কারণ শাকিবের সঙ্গে পরীমণিকে বেশ মানায় বলে মনে করছেন তারা।

এদিকে এদিন নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা।

তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া আথাইসহ আরও অনেকে।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে