ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রযোজকদের অনৈতিক প্রস্তাব, যেভাবে সামলান নায়িকারা

২০২৪ জুন ০৮ ১৩:৫৪:৪০
প্রযোজকদের অনৈতিক প্রস্তাব, যেভাবে সামলান নায়িকারা

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের প্রযোজকদের বিরুদ্ধে নায়িকাদের নানা অভিযোগ অনেক পুরনো। তবে তারা কিভাবে প্রযোজকদের চাহিদা মোকাবেলা করেন, সেটা সময়ে সময়ে ভিন্নতা পায়। এবার বলিউড অভিনেত্রী এষা গুপ্ত নিজের সঙ্গে ঘটে যাওয়া প্রযোজকের কাছ থেকে অনৈতিক চাহিদা কিভাবে মোকাবেলা করেছেন, তা তুলে ধরেছেন।

এষা গুপ্তও ক্যারিয়ারে বেশ কয়েকবার অনৈতিক প্রস্তাব পেয়েছেন। এই অভিনেত্রী জানান, ক্যারিয়ারে বেশ কয়েকবার অনৈতিক প্রস্তাব পেয়েছেন তিনি। একবার তাঁকে এই ধরনের প্রস্তাব দেন সিনেমার সহ–প্রযোজক। প্রস্তাব পাওয়ামাত্রই ওই সিনেমার শুটিং শেষ না করেই ফিরে আসেন এষা। পরে প্রযোজকও ছবি থেকে এষাকে বাদ দেন।

এষা গুপ্তের দাবি, ওই ঘটনার পর অনেক প্রযোজক, পরিচালকই তাঁকে সিনেমায় নেননি। এষার ভাষ্যে, ‘ওই প্রযোজক আমাকে বলেন, “কিছু না করতে পারলে তোমাকে ছবিতে নিয়ে লাভ কী। ” ওই ঘটনার পর আমি অনেকগুলো কাজের সুযোগ হারাই। ’

আরেক ঘটনার উদাহরণ দিয়ে এষা জানান, একবার আউটডোর শুটিংয়ের সময় প্রযোজক তাঁকে ফাঁদে ফেলতে চেয়েছিলেন।

অভিনেত্রী বলেন, ‘তিনি ভেবেছিলেন, আউটডোর শুটিংয়ে হয়তো সুযোগ নেওয়া সহজ হবে। কিন্তু আমিও কম বুদ্ধি রাখি না। তাঁকে বলে দিই আমি একা ঘুমাচ্ছি না, আমার রুমে মেকআপশিল্পীও আছেন। ’

নায়িকারা প্রযোজকদের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবের অভিযোগ তুললেও কারও সাধারণত নাম বলেন না। এষা গুপ্তও অনৈতিক প্রস্তাব পাওয়ার ঘটনা প্রকাশ করলেও কোন প্রযোজক তাঁকে এমন প্রস্তাব দিয়েছিলেন, তা জানাননি।

২০১২ সালে ‘জান্না ২’ দিয়ে অভিষেক হয় এষা গুপ্তর। এরপর আরও দু-একটি সিনেমা করলেও পরের দিকে আর সেভাবে কাজ পাননি তিনি। তার বিরুদ্ধে অনেক খোলামেলা অভিনয় করার বিস্তর অভিযোগ তোলা হয়।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে