ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ছাত্রলীগ নেতার রেস্টুরেন্টে দেহ ব্যবসা, আটক ২

২০২৪ জুন ০৮ ১৩:৩৮:৫৪
ছাত্রলীগ নেতার রেস্টুরেন্টে দেহ ব্যবসা, আটক ২

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্রলীগ নেতার রেস্টুরেন্ট থেকে অপ্রীতিকর অবস্থায় দুই স্কুল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পৌরসভার বাউশি পপুলার মোড় এলাকার ক্যাভিয়ার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ ঘটনা ঘটে।

শুক্রবার (০৭ জুন) বিকেলে ক্যাভিয়ার রেস্টুরেন্টের ভিতর অসামাজিক কার্যকলাপের সময় ওই যুগলকে হাতেনাতে আটক করে পুলিশ।

রেস্টুরেন্টে কর্মরত সৈকত নামে এক কর্মচারীকে পুলিশ আটক করে এবং রেস্টুরেন্টের মালিক ও ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল হতে বিদেশি দুটি খালি মদের বোতল ও গাঁজা খাওয়ার একটি কাটার উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, ক্যাভিয়ার রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বাবুর্চি না থাকায় কয়েক মাস যাবত রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে। এর ফাঁকে রেস্টুরেন্টের মালিক ফজলে রাব্বি কৌশলে নারী ও বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ বিষয়টি স্থানীয়দের দৃষ্টিগোচর হলে প্রশাসনকে অবগত করে। প্রশাসন বিষয়টি নজরে রেখে আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বন্ধ রেস্টুরেন্টের ভিতর থেকে এই যুগলকে আটক করে।

আটককৃত যুগল উপজেলা পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় ও একুশে মোড় এলাকার বাসিন্দা। তারা নবম- দশম শ্রেণির শিক্ষার্থী।

এ প্রসঙ্গে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ছেলেমেয়েরা উভয়ই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্যাভিয়ার রেস্টুরেন্টের প্রতি পুলিশি নজরদারি রয়েছে। যাতে করে তারা পরবর্তীতে এ ধরনের অসামাজিক কার্যকলাপ আর না ঘটাতে পারে।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে