ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

বেনজীরের বাড়ির অভ্যর্থনা কক্ষে পড়ে আছে দুদকের সেই চিঠি

২০২৪ জুন ০২ ১০:৫৪:১৯
বেনজীরের বাড়ির অভ্যর্থনা কক্ষে পড়ে আছে দুদকের সেই চিঠি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আগামী ৬ জুন এবং তাঁর স্ত্রী-সন্তানদের ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সেই চিঠি পড়ে রয়েছে বেনজীরের বাড়ির অভ্যর্থনা কক্ষে। কারণ চিঠি যখন এই বাড়িতে এসে পৌঁছায় তার আগেই বেনজীর ও তাঁর পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন। তাই দুদকের চিঠি তাঁদের হাতে পৌঁছায়নি, পড়ে আছে তার আলিশান এই ভবনের অভ্যর্থনা কক্ষে।

গুলশানের ওই বাড়িতে গিয়ে জানা গেছে বেনজীর এবং তার পরিবারের কেউ এখন এই বাড়িতে নেই। তাই তাদের পক্ষে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি। রাকিব নামের বাড়ির এক নিরাপত্তারক্ষী জানান, ‘তিন সপ্তাহ আগে তিনি (বেনজীর আহমেদ) এই বাড়ি থাইকা বাইর হয়া গেছেন। তারপরে আর আসেন নাই। কই আছেন জানি না। খবরে দেখছি উনি নাকি বিদেশ গেছেন।’

নিরাপত্তাকর্মী রাকিবকে জিজ্ঞাস করা হয়, বেনজীর আহমেদের খোঁজে এই বাড়িতে কারা কারা এসেছিল? জবাবে রাকিব বলেন, পাঁচ দিন আগে দুদক থেকে তিনজন লোক আসছিল। কয়েকটা চিঠি দিয়া চইলা গেছে। তারা না থাকায় চিঠিগুলা রিসেপশনে দিয়া গেছে। এখনো ওইগুলা রিসিপসনেই আছে।

রাকিব জানান, এছাড়া গত কয়েকদিনে অনেক সাংবাদিক ও ক্যামেরাম্যানরা আসছিল। তারা নানা রকম প্রশ্ন করেছে। তারপর চলে গেছে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে, গত ৪ মে সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন। এই সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন।

অপরদিকে, বেনজীর পরিবারের সম্পদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। ধারাবাহিকভাবে তারা বেনজীর পরিবারের নামে-বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছে। এমনকি ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পাওয়া গেছে।

বেনজীর আহমেদের শ্বশুরবাড়ি সাতক্ষীরা জেলায়। সেখানে তিনি কয়েকশ বিঘা আয়তনের মাছের ঘের প্রতিষ্ঠা করেছেন। শাশুড়ির নামে সেখানে বিপুল পরিমাণ জায়গা কেনা হয়েছে। সাতক্ষীরায় বেনজীরের শ্বশুরবাড়ির লোকজন ও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েকশ বিঘার মাছের ঘের থাকার তথ্যও এসেছে দুদকের হাতে।

জানা গেছে, নির্ধারিত দিনে বেনজীরের পরিবর্তে তার আইনজীবীরা দুদকে হাজির হয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন। তবে সংশ্লিষ্টদের কেউ কেউ বলেছেন, ৬ জুন বেনজীরকে সশরীরে দুদকে হাজির হতে বলা হয়েছে। তিনি নিজে না গেলে জনমনে ভুল মেসেজ যাবে। তাই দুদকের মুখোমুখি হয়ে আইনি মোকাবিলা করার কথাও শোনা যাচ্ছে।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে