ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

মরুভূমিতে উত্তাপ ছড়ানোর বিষয়ে মুখ খুললেন অধরা

২০২৪ মে ২২ ০৬:২৬:২২
মরুভূমিতে উত্তাপ ছড়ানোর বিষয়ে মুখ খুললেন অধরা

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অধরা খান ঈদের পরপরই ছুটি কাটাতে উড়ে গেলেন সংযুক্ত আরব আমিরাত। সেখানে গিয়ে শখের বশে কিছু ছবি তোলেন। পরে কিছু আকর্ষণীয় ছবি তার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন। যা নিয়ে দেশি-বিদেশে বেশ শোরগোল পড়ে যায়।

ছবিতে অধরাকে এলিগ্যান্ট লুজ কটন লিনেন লং ডিপ নেক ল্যান্টার্ন ফুল স্লিভ ড্রেসে দেখা গেছে। ম্যাট গোল্ডেন কালারের ড্রেসটি তিনি আমেরিকার লাসভেগাস থেকে কিনেছিলেন বলে জানিয়েছেন।

উরু থেকে গোড়ালি পর্যন্ত খোলা এই ড্রেসের সঙ্গে অধরা পরেছেন স্পোর্টস কেডস। একের পর এক পোজ দিয়ে ছবি তুলে গেছেন মরুর বুকেই।

অধরার এসব ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। অনেক গণমাধ্যম তখন অধরা খান মরুভূমিতে উত্তাপ ছড়াচ্ছে বলে খবর প্রকাশ করে। নেটিজেনরাও তা নিয়ে মজা করা বন্ধ করেননি।

তবে সে সময় মুখ না খুললেও সম্প্রতি অধরা খান এই বিষয়ে বলেন, ‘দেখেন নেটিজেনরা নানামত দেন, তারা জাজ করে ফেলেন। আকস্মিক যা মন চায় তাই বলে ফেলেন। এটা নিয়ে গভীরভাবে আমি ভাবিনা। আর গণমাধ্যমের কাছে মনে হয়েছে যে এটা সংবাদ করবে, তারা করেছে। সংবাদকর্মীরা তো যেটাকে সংবাদ উপাত্ত মনে করবে সেটাই তো করবে, এসব নিয়ে আমার প্রতিক্রিয়া নেই। তবে সমালোচকদের নিয়ে বলার আছে।’

অধরা বলেন, ‘পারিবারিক ব্যবসায়ের কারণে বছরে কয়েকবার আমাকে দুবাই যেতে হয়; কিন্তু এবারের সফরটা ছিল আম্মু, আমি এবং প্রবাসী বড় বোন অহনাকে নিয়ে দুবাইয়ের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ানো। বলতে পারেন, সময়টায় আসলে চেষ্টা করেছি একটা ফ্যামিলি ভ্যাকেশন করার।’

মরুভূমিতে উত্তাপ ছড়ালেন অধরা খান

অধরার বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে নতুন একটি ছবির শুটিং করছেন বলে জানা গেছে। এই বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি।

শেয়ারনিউজ, ২১ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে