ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

পর্ন সাইটে ছবি ফাঁস নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

২০২৪ মে ২০ ১৪:১১:৫৩
পর্ন সাইটে ছবি ফাঁস নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক : এক সময় বলিউড কাঁপানো প্রয়াত শ্রীদেবীর কন্যা উঠতি অভিনেত্রী জাহ্নবী কাপুর অল্প সময়ের মধ্যে বলিউডে নিজের একটি নাম তৈরি করেছেন। তিনি শ্রীদেবীর বড় মেয়ে। যার কারণে তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। নেপটিজম বিতর্কে অনেকবারই নাম জড়িয়েছে জাহ্নবীর।

বলিউডের অন্দরের মানুষ হওয়ার যেমন সুবিধে আছে, তেমন অসুবিধাও কম নয়। সম্প্রতি সেই যন্ত্রণার কথাই বললেন জাহ্নবী।

তিনি জানানস, আগামী ৩১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জাহ্নবী অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবি। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত তিনি।

এই নতুন সিনেমায় অভিনেতা রারকুমার রাওয়ের সঙ্গে রোম্যান্স করবেন তিনি। ছবির এক প্রচারমূলক ভিডিওতে খুব অল্প বয়সেই 'সেক্সুয়ালাইজড' হওয়া নিয়ে মুখ খুলেন জাহ্নবী।

করণ জোহরের প্রশ্নের জবাবে অতীতের কথা স্মরণ করে জাহ্নবী বলেন, আমার মনে হয় এটিও এমন একটি বিষয় যার সঙ্গে আমি দীর্ঘ সময় ধরে লড়ে চলেছি।

তিনি বলেন, আমার মনে হয়, ১২-১৩ বছর বয়সে প্রথমবার আমি অনুভব করেছিলাম মিডিয়া আমাকে কামুক দৃষ্টিতে দেখছে। বাবা-মা'র একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। মিডিয়ায় আমার ছবি ছিল এবং সোশ্যাল মিডিয়া সবে শুরু হয়েছিল।

তিনি বলেন, ‘এরপর একটি পর্নোগ্রাফিক সাইটে আমার ছবি পেয়েছিলাম এবং আমার স্কুলের ছেলেরা সেটা দেখে হাসাহাসি করছিল...'।

শেয়ারনিউজ, ২০ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে