ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

শাহরুখ খানের গোপন খবর ফাঁস করলেন ঐশ্বরিয়া

২০২৪ মার্চ ১৭ ১৫:০৬:২৭
শাহরুখ খানের গোপন খবর ফাঁস করলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান ও ঐশ্বর্য রাই বচ্চন জুটি। তবে একটা সময়ের পর আর এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যায়নি।

কিছুটা ব্যক্তিগত কারণ, কিছুটা পেশা জগতের সমীকরণ, সব মিলিয়ে একটা সময় দর্শকদের আর ফিরে পাওয়া হয় না এই জুটিকে। যদিও ভবিষ্যতের কথা কেই বা জানে?

শাহরুখ খান ও ঐশ্বর্যের সর্বাধিক চর্চিত ছবিগুলোর মধ্যে অন্যতম হল দেবদাস। সেই ছবির সেটে ঘটে এক ভয়াবহ ঘটনা। আর পাঁচ জনের কাছে স্বাভাবিক হলেও শাহরুখ খানের কাছে তা মোটেও স্বাভাবিক ছিল না।

রীতিমত যন্ত্রণা সহ্য করতে হয়েছিল ঐশ্বর্যকে। কী এমন করেছিলেন শাহরুখ খান? তাঁর এক গোপন ভয় রয়েছে। যা সম্পর্কে অনেকেই জানেন না।

আর তা হল তিনি দোলনায় উঠতে ভয় পান। দোলনায় ঝোলা তাঁর পক্ষে মোটেও সহজ বিষয় নয়। আর দেবদাস ছবির একটি গানে ছিল দোলনার দৃশ্য।

তখন তিনি রীতিমত ঐশ্বর্যের হাত বারবার খামচে ধরছিলেন। শাহরুখের কথায়, তা সহ্য করেই হাসি মুখে পোজ় দিচ্ছিলেন ঐশ্বর্য। তিনি বুঝতেও দেননি।

অন্যদিকে ছবির পরিচালক সঞ্জয়লীলা ভনসালী বারবার টেক নিচ্ছিলেন, যাতে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে শাহরুখ খানের। কপিল শর্মা শোয়ে এসে সেই প্রসঙ্গে মন্তব্য করেন শাহরুখ।

যদিও সহকর্মীর এমন কাজে ঐশ্বর্য আদপে রেগে গিয়েছিলেন কি না, তা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি কতিং খানকে। কিংবা কোনও সাক্ষাৎকারে ঐশ্বর্যকেও এই নিয়ে কথা বলতে শোনা যায়নি।

শেয়ারনিউজ, ১৭ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে