ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

ধসের মধ্যেও দুই কোম্পানির শেয়ার নিয়ে সতর্কবার্তা

২০২৪ জানুয়ারি ২৮ ১৫:৩০:৩৪
ধসের মধ্যেও দুই কোম্পানির শেয়ার নিয়ে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে ধসের মধ্যেও তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক বাড়ায় সকর্তবার্তা জারি করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কোম্পানি দুটি হলো- খান ব্রাদার্স পিপি ব্যাগ ও আফতাব অটোমোবাইলস লিমিটেড।

কোম্পানি দুটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় ডিএসই কোম্পানি দুটির কাছে এর কারণ জানতে চেয়েছে। প্রতিউত্তরে কোম্পানি দুটি জানিয়েছে, অস্বাভাবিক দর বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ জানুয়ারি খান ব্রাদার্সের শেয়ারদর ছিল ১৩০ টাকা। ২৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ২১৮ টাকা ৩০ পয়সায়। তবে আজ রোববার (২৮ জানুয়ারি) শেয়ারটির দর কমে দাঁড়িয়েছে ২১০ টাকা ৬০ পয়সায়।

অন্যদিকে, গত ১৪ জানুয়ারি আফতাব অটোমোবাইলসের শেয়ারদর ছিল ২৭ টাকা ১০ পয়সা। ২৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ারটির দর বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৩০ পয়সায়। আজও শেয়ারটির দর বেড়েছে ৩০ পয়সা।

ডিএসই কোম্পানি দুটির সাম্প্রতিক দর বৃ্দ্ধিকে অস্বাভাবিক বলে মনে করেছে।

শেয়ারনিউজ, ২৮ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে