ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

সপ্তাহের আলোচনায় ৬ কোম্পানির শেয়ার

২০২৪ জানুয়ারি ২৮ ০৭:০৩:৪৭
সপ্তাহের আলোচনায় ৬ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : গেল সপ্তাহ ছিল শেয়ারবাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রায় ১৭ মাস পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১২টি কোম্পানির ফ্লোর প্রাইস রেখে বাকি সব কোম্পানির ফ্লোর তুলে দিয়েছে। ফ্লোর প্রাইস তোলার পর গেল সপ্তাহের ৫ কর্মদিবস অনেক উত্থান-পতনের মধ্যে লেনদেন হয়েছে।

এই পাঁচ কর্মদিবসে যদিও শেয়ারবাজারের লেনদেন বেড়েছে, কিন্তু বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমেছে। গত সপ্তাহের বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহজুড়ে ৪০৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এরমধ্যে ৩০৮টির দাম কমেছে। বিপরীতে ৭৪টির দর বেড়েছে ।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দেখা যায়, সবচেয়ে বেশি দাম বেড়েছে দুটি কোম্পানির। যেগুলো হলো-খান ব্রাদার্স ও ইনটেক অনলাইন। খান ব্রাদার্সের দর বেড়েছে প্রায় ৫০ শতাংশ। আর ইনটেক অনলাইনের দর বেড়েছে ৩৪ শতাংশের বেশি।

অন্যদিকে, দর পতনের শীর্ষ তালিকায় দেখা যায় দাম কমেছে সবচেয়ে বেশি দুই কোম্পানির। যেগুলো হলো-জিএপি ফাইন্যান্স ও বিডি ফাইন্যান্স । জিএপি ফাইন্যান্সের দর কমেছে ৪০ শতাংশের বেশি। আর বিডি ফাইন্যান্সের দরও কমেছে ৪০ শতাংশের বেশি।

অপরদিকে, লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে দেখা লেনদেনে উল্লম্ফন হলেও সর্বোচ্চ দর কমেছে ফরচুন সুজের ও সী পার্ল রিসোর্টের। ফরচুন সুজের দর কমেছে ৩১ শতাংশের বেশি। আর সী পার্ল রিসোর্টের দর কমেছে ৬ শতাংশের বেশি।

শেয়ারনিউজ, ২৭ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে