ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ক্যাশ ফ্লো বেড়েছে জ্বালানি খাতের ৬ কোম্পানির

২০২৪ জানুয়ারি ২৭ ০৮:১৫:২৭
ক্যাশ ফ্লো বেড়েছে জ্বালানি খাতের ৬ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের ২৩টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) ৬টি কোম্পানির শেয়ারপ্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লো বেড়েছে। একই সময়ে ১৩টি কোম্পানির ক্যাশ ফ্লো কমেছে। বাকি ৪টি কোম্পানি জুলাই-সেপ্টেম্বর’২৩ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির ক্যাশ ফ্লো বেড়েছে, সেগুলো হলো- বারাকা পাওয়ার, সিভিও পেট্রো কেমিক্যাল, খুলনা পাওয়ার, এমজেএল বাংলাদেশ, শাহজিবাজার পাওয়ার এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন ও জেলা লিমিটেড কোম্পানি।

তিতাস গ্যাস

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্যাশ ফ্লো বেড়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও জেলা লিমিটেড কোম্পানির। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৬ টাকা ৭১ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৫ টাকা ২১ পয়সা।

বারাকা পাওয়ার

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৪ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১৮৪ টাকা ৪২ পয়সা।

সিভিও পেট্রো কেমিক্যাল

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩ টাকা ৫৭ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৮৮ পয়সা।

খুলনা পাওয়ার

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৩ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১ টাকা ৮১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লোর অগ্রগতি হয়েছে ১ টাকা ৯৪ পয়সা।

এমজেএল বাংলাদেশ

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৬৫ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১ টাকা ০৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৩ টাকা ৭৪ পয়সা।

শাহজিবাজার পাওয়ার

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ০১ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১ টাকা ৭৯ পয়সা।

শেয়ারনিউজ, ২৭ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে