ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

লেনদেন কমেছে ৯ খাতে

২০২৪ জানুয়ারি ২৪ ১৯:০৩:২৩
লেনদেন কমেছে ৯ খাতে

নিজস্ব প্রতিবেদক : আজ ২৪ জানুয়ারি দেশের শেয়ারবাজারে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ খাতের লেনদেন কমেছে। খাতভিত্তিক লেনদেন কমার শীর্ষে ছিল চামড়া খাত। একই সময়ে ১১ খাতে লেনদেন বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ডিএসইতে চামড়া খাতে ২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ৬৬ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ আজ এ খাতে লেনদেন কমেছে ৪৫ কোটি ৭১ লাখ টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে ব্যাংক খাতে। এ খাতে আজ ১১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ১৫৫ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ আজ এ খাতে লেনদেন কমেছে ৪৫ কোটি ৪৯ লাখ টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে প্রকৌশল খাতে। এ খাতে আজ ১৪২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ১৭৫ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ আজ এ খাতে লেনদেন বেড়েছে ৩২ কোটি ৯৪ লাখ টাকার।

অন্য খাতগুলোর মধ্যে- বিবিধ খাতে ২৮ কোটি ৭৪ লাখ টাকা, আর্থিক খাতে ১২ কোটি ৬৭ লাখ টাকা, সিমেন্ট খাতে ৮ কোটি ৮২ লাখ টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫ কোটি ৭৫ লাখ টাকা, ভ্রমণ ও অবকাশ খাতে ৫ কোটি ৫৪ লাখ টাকা এবং পাট খাতে ৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।

শেয়ারনিউজ, ২৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে