ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

সম্পদ মূল্যের ওপরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১ কোম্পানির শেয়ার

২০২৪ জানুয়ারি ০১ ১৮:৩৩:০৭
সম্পদ মূল্যের ওপরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে ১১টি কোম্পানির শেয়ার সম্পদ মূল্যের চেয়ে বেশি দরে লেনদেন হচ্ছে। একই সময়ে অপর ১১ কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে সম্পদ মূল্যের চেয়ে কম দরে। একটি কোম্পানির কোনো তথ্য পাওয়া যায়নি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ার সম্পদ মূল্যের ওপরে সেগুলো হলো- এসোসিয়েটেড অক্সিজেন, বারাকা পতেঙ্গা পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, ডরিন পাওয়ার, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল), লিন্ডে বিডি, এমজেএলবিডি, শাহজিবাজার পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন।

ইস্টার্ন লুবরিক্যান্টস

কোম্পানিগুলোর মধ্যে সম্পদমূল্যের তুলনায় সবচেয়ে বেশি দরে লেনদেন হচ্ছে ইস্টার্ন লুবরিক্যান্টসের শেয়ার। সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯০ টাকা ৮০ পয়সা। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ১ হাজার ৫৪৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সম্পদমূল্যের তুলনায় কোম্পানিটির শেয়ার দর ১ হাজার ৩৫৭ টাকা ৫০ পয়সা বেশি।

এসোসিয়েটেড অক্সিজেন

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ৩৬ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সম্পদমূল্যের তুলনায় কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৫০ পয়সা বেশি।

বারাকা পতেঙ্গা পাওয়ার

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৭৭ পয়সা। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ২৯ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সম্পদমূল্যের তুলনায় কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫৩ পয়সা বেশি।

সিভিও পেট্রোকেমিক্যাল

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ৩৭ পয়সা। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ১৬৭ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সম্পদমূল্যের তুলনায় কোম্পানিটির শেয়ার দর ১৯৭ টাকা ৯৩ পয়সা বেশি।

ডরিন পাওয়ার

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২ টাকা ২৮ পয়সা। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ৬১ টাকা। অর্থাৎ সম্পদমূল্যের তুলনায় কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৭২ পয়সা বেশি।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৬ পয়সা। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ৪০ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সম্পদমূল্যের তুলনায় কোম্পানিটির শেয়ার দর ২৭ টাকা ৫৪ পয়সা বেশি।

খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল)

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৫ পয়সা। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ২৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সম্পদমূল্যের তুলনায় কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ২৫ পয়সা বেশি।

লিন্ডে বিডি

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮৭ টাকা ৩৩ পয়সা। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ১ হাজার ৩৯৭ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সম্পদমূল্যের তুলনায় কোম্পানিটির শেয়ার দর ১ হাজার ১০ টাকা ৩৭ পয়সা বেশি।

এমজেএলবিডি

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৭ টাকা ১ পয়সা। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ৮৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সম্পদমূল্যের তুলনায় কোম্পানিটির শেয়ার দর ৩৯ টাকা ৬৯ পয়সা বেশি।

শাহজিবাজার পাওয়ার

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৯৪ পয়সা। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ৬৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সম্পদমূল্যের তুলনায় কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা ৫৬ পয়সা বেশি।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৩৫ পয়সা। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ২৩৩ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সম্পদমূল্যের তুলনায় কোম্পানিটির শেয়ার দর ১৯৭ টাকা ৩৫ পয়সা বেশি।

শেয়ারনিউজ, ০১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে