ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিনিয়োগ অনুকূলে বস্ত্র খাতের ১৭ কোম্পানি

২০২৩ ডিসেম্বর ৩১ ১৫:২৯:৪৪
বিনিয়োগ অনুকূলে বস্ত্র খাতের ১৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে বস্ত্রখাতে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানিরর মধ্যে পিই রেশিও বিবেচনায় বিনিয়োগ অনুকূলে রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার। একই সময়ে বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, যে কোন কোম্পানিটিতে বিনিয়োগের পূর্বে কোম্পানিটির পিই রেশিও জেনে নেয়া উচিত। পিই রেশিও দেখে বুঝা যায় কোন কোম্পানি বিনিয়োগের জন্য কতটুকু ঝুঁকি বা বিনিয়োগের জন্য ভালো। যে কোম্পানির পিই রেশিও যত কম থাকে, সেটি বিনিয়োগের জন্য তত ইতিবাচক।

পক্ষান্তরে, পিই রেশিও যত বেশি থাকবে বিনিয়োগের জন্য সেটি ততই ঝুঁকিপূর্ণ। আবার পিই রেশিও না থাকাটা অর্থাৎ নেগেটিভ থাকাটা আরো বেশি ঝুঁকিপূর্ণ। কারণ একটি কোম্পানির পিই রেশিও তখনই নেগেটিভ হয়, যখন কোম্পানিটি সর্বশেষ শেয়ারপ্রতি লোকসান দেখায়।

বর্তমানে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতে ১৭টি কোম্পানি বিনিয়োগ অনুকুলে রয়েছে। এগুলো হলো- ড্র্রাগন স্যুয়েটার, আলিফ ইন্ডাস্ট্রিজ, এপেক্স স্পিনিং, সি অ্যান্ড এ টেক্সটাইল, সায়হাম কটন, এইচআর টেক্সটাইল, শাশা ডেনিমস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, নিউলাইন ক্লোথিংস, এনভয় টেক্সটাইল, কাট্টলি টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, আরগন ডেনিমস, প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল, হাও-ওয়েল টেক্সটাইল এবং মালেক স্পিনিং।

কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগের জন্য সবচেয়ে বেশি অনুকূলে অর্থাৎ কম পিই রেশিও রয়েছে মালেক স্পিনিংয়ের শেয়ার। বর্তমানে কোম্পানিটির পিই রেশিও ৩.৫৭ পয়েন্ট এবং কোম্পানিটির প্রতিটি শেয়ারদর ২২ টাকা ৩০ পয়সা।

এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে হাও-ওয়েল টেক্সটাইলের পিই রেশিও রয়েছে ৮.৯৩ পয়েন্ট। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৪৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছে।

তৃতীয় অবস্থানে থাকা স্কয়ার টেক্সটাইলের পিই রেশিও ৯.৪৩ পয়েন্ট এবং শেয়ারদর ৬৭ টাকা ৫০ পয়সা।

অন্য কোম্পানিগুলোর মধ্যে-

প্যারামাউন্ট টেক্সটাইলের পিই রেশিও ১৪.৩৭ পয়েন্ট এবং শেয়ারদর ৬৭ টাকা।

আরগন ডেনিমসের পিই রেশিও ১৬.০৩ পয়েন্ট এবং শেয়ারদর ১৮ টাকা ২০ পয়সা।

তসরিফা ইন্ডাস্ট্রিজের পিই রেশিও ১৬.৮৯ পয়েন্ট এবং শেয়ারদর ২০ টাকা ৪০ পয়সা।

কাট্টলি টেক্সটাইলের পিই রেশিও ১৬.৯৩ পয়েন্ট এবং শেয়ারদর ২৩ টাকা ৭০ পয়সা।

এনভয় টেক্সটাইলের পিই রেশিও ১৮.৮১ পয়েন্ট এবং শেয়ার দর ৪৩ টাকা ৯০ পয়সা।

নিউলাইন ক্লোথিংসের পিই রেশিও ২১.১৪ পয়েন্ট এবং শেয়ারদর ৪৫ টাকা ১০ পয়সা।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের পিই রেশিও ২৩.৮১ পয়েন্ট এবং শেয়ারদর ১৮ টাকা ৫০ পয়সা।

শাশা ডেনিমসের পিই রেশিও ২৫.০০ পয়েন্ট এবং শেয়ারদর ২৭ টাকা।

এইচআর টেক্সটাইলের পিই রেশিও ৩০.৮২ পয়েন্ট এবং শেয়ারদর ১১৫ টাকা ৯০ পয়সা।

সায়হাম কটনের পিই রেশিও ৩১.৫৪ পয়েন্ট এবং শেয়ারদর ১৬ টাকা ৪০ পয়সা।

সি অ্যান্ড এ টেক্সটাইলের পিই রেশিও ৩১.৮৮ পয়েন্ট এবং শেয়ারদর ১০ টাকা ২০ পয়সা।

এপেক্স স্পিনিংয়ের পিই রেশিও ৩৩.৭১পয়েন্ট এবং শেয়ারদর ১২০ টাকা ২০ পয়সা।

আলিফ ইন্ডাস্ট্রিজের পিই রেশিও ৩৫.১৯ পয়েন্ট এবং শেয়ারদর ৭৪ টাকা ৬০ পয়সা।

ড্রাগন সোয়েটারের পিই রেশিও ৩৮.৬৪ পয়েন্ট এবং শেয়ার দর ১৭ টাকা।

শেয়ারনিউজ, ৩১ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে