ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

আট লাখ শেয়ার পেলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

২০২৩ ডিসেম্বর ১৭ ২২:২৩:৫০
আট লাখ শেয়ার পেলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উত্তরাধিকারসূত্রে মায়ের পক্ষ থেকে আট লাখ শেয়ার পেয়েছেন । ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

তাঁর মা ফৌজিয়া মালেক শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ছিলেন। ২০২১ সালের ২৭ মে তিনি মৃত্যুবরণ করায় তার হাতে থাকা কোম্পানিটির ১২ লাখ ২৪ হাজার শেয়ার তার সন্তানদের মাঝে বিতরণ করা হয়।

আদালতের আদেশে বিতরণ করা এসব শেয়ারের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ৮ লাখ ১৬ হাজার এবং তার বোন রুবিনা হামিদ ৪ লাখ ৮ হাজার শেয়ার অধিগ্রহণ করেন। তারা উভয় বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে ফৌজিয়া মালেক বার্ধক্যজনিত জটিলতায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর।তাঁর স্বামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল মালেক দুই দশক আগে মারা যান। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

মানিকগঞ্জের এক সময়ের সংসদ সদস্য আবদুল মালেক এইচ এম এরশাদ সরকারের আমলে ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন। এরশাদের সরকারে মন্ত্রীও ছিলেন তিনি।

মালেক-ফৌজিয়া দম্পতির ছেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এখন মানিকগঞ্জের সংসদ সদস্য। তাদের মেয়ে রুবিনা হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

শেয়ারনিউজ, ১৭ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে