ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

চার কোম্পানির শেয়ার হল্টেড

২০২৩ ডিসেম্বর ১০ ১৩:২৭:২৪
চার কোম্পানির শেয়ার হল্টেড

নিজস্ব প্রতিবেদক : আজ রোববার (১০ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুপুর ১টায় বিক্রেতা উধাও হয়ে গেছে চার কোম্পানির। এতে কোম্পানিগুলোর ক্রেতারা সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে শেয়ার কিনতে চাইলেও বিক্রেতার অভাবে কোম্পানিগুলোর শেয়ার কিনতে পারছেন না। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, ফু-ওয়াং সিরামিক, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ও বিডি থাই অ্যালুমিনিয়াম।

এদিন সেন্ট্রাল ফার্মার শেয়ার ২২ টাকায় লেনদেন শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরের কাছাকাছি লেনদেন হতে দেখা যায়। তারপর দিনের সর্বোচ্চ দাম ২৪ টাকা ৩০ পয়সায় সর্বোচ্চ দরে হল্টেড হয়ে যায়। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২২ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এই সময়ে লেনদেন হয়েছে প্রায় ১ কোটি ৩৯ লাখ শেয়ার।

এদিকে, ফু-ওয়াং সিরামিকের শেয়ার দুপুর ১২টার মধ্যেই সর্বোচ্চ দামে উঠে হল্টেড হয়ে যায়। আগের দিন বৃহস্পতিবার কোম্পানিটির রেকর্ড ডেট ছিল। রেকর্ড ডেটের আগে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। আজ লেনদেনের শুরু থেকেই কোম্পানিটির শেয়ার ঊধর্বমুখী প্রবণতায় লেনদেন হয়। তারপর ধারাবাহিকভাবে দর বাড়তে থাকে। দুপুর ১২টায় শেয়ারটি বিক্রেতাশুন্য হয়ে যায়। দুপুর সোয়া ১টা পর্যন্ত শেয়ারটির লেনদেন হয় প্রায় ১ কোটি ২৭ লাখ শেয়ার। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৬৯ শতাংশ।

অন্যদিকে, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড বেলা সাড়ে ১১টার আগেই সর্বোচ্চ দামে হল্টেড হয়ে যায়। আগের দিন ফান্ডটির ইউনিট লেনদেন হয়েছে ২০ টাকা ৯০ পয়সায়। আজ ২২ টাকা ৯০ পয়সায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে। আগের দিনের তুলনায় দাম বেড়েছে ২ টাকা বা ৯.৫৭ শতাংশ। বেলা সোয়া ১টা পর্যন্ড ফান্ডটির ইউনিট লেনদেন হয়েছে ২০ লাখ ২০ হাজার ইউনিট। ফান্ড আগের দুই দিনও সর্বোচ্চ দামে হল্টেড ছিল।

এছাড়া, আজ বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারও বেলা সোয়া ১টার দিকে সর্বোচ্চ দামে লেনদেন হতে দেখা যায়। কোম্পানিটির শেয়ারদর আগের দিন ছিল ১৯ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন হচ্ছে সর্বোচ্চ দাম ২১ টাকা ২০ পয়সায়। বেলা সোয়া ১টায় কোম্পানিটির ৯৫ লাখের বেশি শেয়ার লেনদেন হতে দেখা যায়।

শেয়ারনিউজ, ১০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে