ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

উল্টো রথে ‘এ’ ক্যাটাগরির শেয়ার

২০২৩ ডিসেম্বর ০৮ ২১:৩৭:১৮
উল্টো রথে ‘এ’ ক্যাটাগরির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : উল্টো রথে চলেছে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো। কোনো কোম্পানির ডিভিডেন্ড ঘোষণাসহ ভালো পারফর্মেন্সের ভিত্তিতে ‘এ’ ক্যাটাগরি নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ ১০ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড দিলেই কোম্পানিগুলো ‘এ’ ক্যাটাগরিতে উঠে আসে। ১০ শতাংশের নিচে ডিভিডেন্ড দিলে ‘বি’ ক্যাটারি এবং ডিভিডেন্ডশুন্য কোম্পানি ‘জেড’ ক্যাটাগরি হয়ে থাকে।

স্বাভাবিকভাবে বলা যায় ‘এ’ ক্যাটাগরির কোম্পানি মানে একটি লাভজনক কোম্পানি। আর এই ক্যাটাগরির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের ফলে কোম্পানিগুলো দর বেড়ে গেইনার তালিকায় উঠে আসার কথা। কিন্তু বর্তমানে এটি বিপরীতমুখী চিত্রে দেখা যায়। অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো উল্টো রথে চলছে। ‘এ’ ক্যাটাগরির খুব কম সংখ্যক কোম্পানিই গেইনার তালিকায় স্থান পাচ্ছে। অপরদিকে দরপতনের দিক থেকে লুজার তালিকায় ‘এ’ কোম্পানির আধিক্য দেখা যাচ্ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, বিদায়ী সপ্তাহে (০৩-০৭ ডিসেম্বর) দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লুজার তালিকায় অবস্থান করছে ‘এ’ ক্যাটাগরির ৯ কোম্পানি। অপর একটি কোম্পানি ‘এন’ ক্যাটাগরির। ‘জেড’ এবং ‘বি’ ক্যাটাগরির কোনো কোম্পানি সিএসইর লুজার তালিকায় নেই।

সিএসইর সূত্রে জানা যায়, বিদায়ী সপ্তাহে সিএসইর লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১০.৩৭ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এসএমই প্লাটফর্মের ‘এন’ ক্যাটাগরির কোম্পানি আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৭.৬৯ শতাংশ।

৭.৩৬ শতাংশ দর কমে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। তালিকার পঞ্চম স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৬.২৪ শতাংশ।

তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে বাটা সু কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৭.৬৯ শতাংশ। তালিকার সপ্তম স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ৪.৮৮ শতাংশ।

অন্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে যথাক্রমে- লাফার্জহোলসিমের ৪.৭৬ শতাংশ, শমরিতা হসপিটালের ৩.৫৮ শতাংশ একং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.২৮ শতাংশ।

শেয়ারনিউজ, ০৮ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে