ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ ডিসেম্বর ০৭ ১৫:০৪:১০
বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ইভিন্স টেক্সটাইলের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪.৭৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ারদর কমেছে ৫৩ টাকা ৫০ পয়সা বা ৩.৫৯ শতাংশ।

আর ৬ টাকা ৫০ পযসা বা ৩.৪৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শামপুর সুগার মিলস।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্সুরেন্স, ইমাম বাটন, ইউনিয়ন ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এমারেল্ড ওয়েল এবং ক্রাউন সিমেন্ট পিএলসি।

শেয়ারনিউজ, ০৭ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে