ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ ফেইসবুকে কারসরাজির প্রচারণা!

২০২৩ ডিসেম্বর ০৬ ২০:২১:১১
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ ফেইসবুকে কারসরাজির প্রচারণা!

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে ফেসবুক গ্রুপে প্রতিদিনই চলছে নানা রকম প্রচার-প্রচারণা। এসব প্রচার-প্রচারণার উদ্দেশ্যই হল, কারসাজির বিভিন্ন শেয়ারে সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি করা। তারপর তাদের ঘাড়ে চড়া দামে অখ্যাত-কুখ্যাত শেয়ার গছিয়ে রাতারাতি বিশাল অঙ্কের মুনাফা তুলে নেওয়া।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ বিনিয়োগকারীদের ঘায়েল করার জন্য ফেসবুক গ্রুপ এখন মোক্ষম হাতিয়ার। কারসাজিকারিরা তাদের লোকজনদের দিয়ে এসব ফেসবুক ব্যবহার করছে। নিয়ন্ত্রক সংস্থা নড়চড়ে বসলে তারা তখন বিরতি নেন। তারপর আবারও কারসাজির সব শেয়ার নিয়ে সরব হন।

বিনিয়োগকারীরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নাকের ডগায় এসব প্রচার-প্রচারণা চলছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দেখেও না দেখার ভান করছেন। তারা অভিযোগ করছেন, সর্ষের মধ্যেই ভুত রয়েছে।

পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ নামে একটি দুষ্টু চক্র এই ফেইসবুকটি নিয়ন্ত্রণ করছেন। নাম পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ হলেও কামে মাত্র দু’চার জন্য এর সুবিধাভোগী। তারা চিহ্নিত কারসাজিকারিদের শেয়ারের নানা রকম আকর্ষণীয় প্রচার-প্রচারণা চালায়।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় কবিতার প্রথম সকাল নামে একজন একটি পোস্ট দিয়েছে। ঐ পোস্টে এডভেন্ট ফার্মা, সেন্ট্রাল ফার্মা, জেনারেশন নেক্সট-এর বিষয়ে বলা হয়ে এগুলোর গন্তব্য বহুদূর।

উপরের পোস্টে বলা হয়েছে, পিডিএর-এর খেলা শুরু।

এছাড়া, গ্রুপটির পোস্টজুড়ে রয়েছে কারসাজির শেয়ার নিয়ে নানা মুখরোচক প্রচারণা। যার মাধ্যমে নিরীহ বিনিয়োগকারীদের ঘায়েল করার সব প্রয়াস।

বাজার সংশ্লিষ্টরা এসব কারসাজির প্রচার-প্রচারণা বন্ধে নিয়ন্ত্রক সংস্থা কার্যকর ভূমিকা দাবি করেন।

শেয়ারনিউজ, ০৬ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে