ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ ডিসেম্বর ০৬ ১৪:৫৮:১৩
বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৬ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।

আর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এডভেন্ট ফার্মা, সেন্ট্রাল ফার্মা, হাক্কানি পাল্প, ইনফরমেশন সার্ভিসেস, অলিম্পিক এক্সেসরিজ এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

শেয়ারনিউজ, ০৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে