ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

উত্থানের নেপথ্য ভূমিকায় তিন কোম্পানির শেয়ার

২০২৩ ডিসেম্বর ০৫ ১৭:৫৭:৩৯
উত্থানের নেপথ্য ভূমিকায় তিন কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের ধারাবাহিকতায় আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবারও (০৫ ডিসেম্বর) শেয়ারবাজারে উত্থান প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে আজ ৩.১৭ পয়েন্ট। সূচকের এমন উত্থানে নেপথ্য ভূমিকা পালন করেছে তিন কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো-লাফার্জহোলসিম, এমারেন্ড ওয়েল ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসইর সূচক বৃদ্ধিতে আজ এই তিন কোম্পানির অবদান ছিল ৩.৭০ পয়েন্টের বেশি। লঙ্কাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আজ ডিএসইর সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাফার্জহোলসিম। আজ কোম্পানিটির শেয়ার ৬৯ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৭০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর এমন বৃদ্ধির কারণে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ১.২৩ পয়েন্ট।

সূচক ইতিবাচক রাখার দ্বিতীয় কোম্পানি ছিল এমারেন্ড ওয়েল। আজ কোম্পানিটির শেয়ার ৯৭ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১০৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। যার ফলে ডিএসইর সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ১.০৬ পয়েন্ট।

ডিএসইর সূচক উত্থানে রাখার তৃতীয় কোম্পানি ছিল ওরিয়ন ইনফিউশন। আজ কোম্পানিটির শেয়ার ৩২৩ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৩৪৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর এমন বৃদ্ধির কারণে আজ ডিএসইর সূচকের উত্থান হয়েছে ১.০৬ পয়েন্ট।

শেয়ারনিউজ, ০৫ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে