ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

এডিএন টেলিকমের জমি কেনার প্রস্তাব অনুমোদন

২০২৩ ডিসেম্বর ০৪ ২০:২৬:১৩
এডিএন টেলিকমের জমি কেনার প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার প্রস্তাব অনুমোদন করেছে।

সোমবার (০৪ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই প্রস্তাব অনুমোদন করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। সভায় ২০২২-২৩ অর্থ বছরের নিরীক্ষত হিসাব, ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ঢাকা মাদানি এভিনিউতে ১০০ ফিট রাস্তা সংলগ্ন জমি ক্রয়সহ অন্যান্য গুরুত্বপূর্ন বিষয় শেয়ারহোল্ডারগন কর্তৃক অনুমোদিত হয়।

এজিএমে কোম্পানির পরিচালক মোঃ মঈনুল ইসলাম, মোঃ মাহফুজ আলী সোহেল, ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী ও মোঃ মারুফ, ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন, বোর্ডের উপদেষ্টা মোঃ জিয়াউল হক খন্দকার ও শাহরিয়ার আকবর চৌধুরী এবং কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এজিএম পরিচালনা করেন কোম্পানির সচিব মোঃ মনির হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হেনরী হিলটন।

শেয়ারনিউজ, ০৪ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে